বেসরকারি ব্যবস্থাপনায় এবারের হজ প্যাকেজ ৩ লাখ ৪৫ হাজার ৮শ' টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-হাব। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বেসরকারিভাবে হজ পালনের নিবন্ধন ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১০ মার্চ পর্যন্ত।
হজযাত্রীদের জন্য সরকারিভাবে প্যাকেজ ঘোষণার পর, বেসরকারি হজ এজেন্সিগুলোর সংগঠন হাব- এর পক্ষ থেকেও ঘোষণা করা হলো প্যাকেজ। এ বছর হজ যাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে ১ লাখ ২০ হাজার যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব জানান, যাদের পাসপোর্টের মেয়াদ ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত তারাই শুধু আবেদন করতে পারবেন।
বিমানের টিকিট নিয়ে যাতে বিড়ম্বনার সৃষ্টি না হয়, এজন্য সৌদি এয়ার লাইন্সের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে জানিয়ে, মধ্যস্বত্বভোগীদের টাকা না দেয়ার জন্য আহ্বান জানানো হয়। হজের সার্বিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান হাব মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম।
চাঁদ দেখা সাপেক্ষে ১০ আগস্ট এ বছর হজ অনুষ্ঠিত হতে পারে।
No comments: