পাকিস্তানি হাইকমিশনার সোহেল মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে কাশ্মীরে সন্ত্রাসী হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছে ভারত। কাশ্মীরে গতকালের সন্ত্রাসী হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা সরাসরি প্রত্যাখ্যান করেছে।
ভারতীয় সূত্রগুলো বলছে, ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখালে পাকিস্তানি হাইকমিশনার সোহেল মাহমুদকে ডেনে নিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছেন। তাকে বলা হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে জেইশে মুহাম্মাদ গোষ্ঠীর বিরুদ্ধে তড়িৎ ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে এবং পাকিস্তানের ভূখণ্ডে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ করতে হবে।
পুলওয়ামায় হামলা পরবর্তী উদ্ধার অভিযান
গতকাল ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা জেলায় সেনাবাহিনীর ওপর এক হামলায় ৪৪ জন ভারতীয় সেনা নিহত ও বহু আহত হয়েছে।
জেইশে মুহাম্মাদ নামের একটি গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেছে।#
No comments: