বাগেরহাটে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। গত রাতে মোড়েলগঞ্জ চিংড়াখালীতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চণ্ডীপুর গ্রামের মাদ্রাসা ছাত্র ইমন মোল্লা তার বন্ধু হাসিবের সঙ্গে মাহফিলে যাচ্ছিল। পথে হাসিব একটি মেয়ের সঙ্গে কথা বলায় তাদের প্রতিপক্ষ বখাটে তানভীরের সঙ্গে বাকতিতণ্ডা হয়। এরই জেরে তানভীর ও তার সহযোগীরা ইমনকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়।
স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনার মূল অভিযুক্ত তানভীরকে আটক করা হয়।
এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। নিহত ইমন চণ্ডীপুর দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজন ও এলাকাবাসী জানান, বন্ধুকে বাঁচাতে গিয়ে যে নিজের প্রাণ হারালো এটা তো মেনে নেওয়া যায় না। যাদের কারণে তার মৃত্যু হইছে, আমরা তাদের ফাঁসি চাই।
বাগেরহাট মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আজিজুল হক বলেন, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আমরা তানভীরকে আটক করতে সক্ষম হয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
No comments: