প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করছেন। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তাকে বহনকারী বিমানটি ঢাকা ছেড়ে যায়। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্যরা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানগণ। আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন বলে জানা গেছে।
এছাড়া ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফরের সময় সেখানে শ্রম বাজার উন্মুক্ত করার পাশাপাশি বিনিয়োগের জন্য দুটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সফর শেষে প্রধানমন্ত্রীর আগামী ২০ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।
No comments: