আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত টেকনাফের শতাধিক ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণ করবেন। এ উপলক্ষ্যে আত্মসমর্পণ অনুষ্ঠানের মাইকিং চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বৃদ্ধি পেয়েছে।
শনিবার সকাল ১০টায় টেকনাফ পাইলট স্কুল মাঠে এই ইয়াবা ব্যবসায়ীরা আত্মসমর্পণ করতে যাচ্ছেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ইতোমধ্যে অনুষ্ঠানকে ঘিরে মঞ্চ তৈরি, মাইকিংসহ নানাভাবে প্রচার প্রচারণা চালিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন।
এদিকে ইয়াবার প্রবেশদ্বার খ্যাত টেকনাফেই অবশেষে শতাধিক ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ অনুষ্ঠানের খবর প্রচার হওয়ায় সীমান্ত নগরী টেকনাফের মানুষের মাঝে কৌতূহল ও নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে। আলোচনা চলছে সর্বত্র।
অপরদিকে ইয়াবায় অর্জিত টাকা ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে কিনা তা নিয়েও সাধারণ মহলের মধ্যে চলছে আলোচনা।
এখন পর্যন্ত আত্মসমর্পণ করতে যাওয়া যেসব ইয়াবা ব্যবসায়ীদের নাম জানা গেছে তারা হলেন- সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাই আব্দুর শুক্কুর, শফিকুল ইসলাম শফিক, আমিনুর রহমান প্রকাশ আব্দুল আমিন, ফয়সাল রহমান, সাবেক সংসদ সদস্য বদির ভাগিনা সাহেদ রহমান নিপু, আরেক ভাগিনা টেকনাফ পৌর কাউন্সিলার নূরল বশর প্রকাশ নূরশাদ, বদির খালাতো ভাই মং সিং থেইন প্রকাশ মমসি, ফুপাতো ভাইয়ের ছেলে কামরুল হাসান রাশেল, বদির ভাই শুক্কুরের ম্যানেজার মারুফ বিন খলিল বাবু, বদির বেয়াই সাহেদ কামাল।
এছাড়া টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলমের ছেলে দিদার মিয়া, টেকনাফের হ্নীলার নুরুল হুদা মেম্বার, টেকনাফের এনামুল হক এনাম মেম্বার, সাবরাংয়ের মোয়াজ্জেম হোসেন দানু মেম্বার, হ্নীলার জামাল মেম্বার, শাহাপরীরদ্বীপের রেজাউল করিম রেজু মেম্বার, উত্তর আলী খালির শাহ আজম ও সাবারং নয়াপাড়ার আলমগীর ফয়সাল লিটন, ইয়াবা ডন হাজী সাইফুল করিমের দুই শ্যালক জিয়াউর রহমান ও আব্দুর রহমান, টেকনাফের পশ্চিম লেদার নুরুল কবির, হ্নীলা সিকদার পাড়ার সৈয়দ আহম্মরদ সৈয়দু, বন্দুকযুদ্ধে নিহত নাজির পাড়ার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী জিয়াউর রহমানের ভাই আব্দুর রহমান, নাজির পাড়ার সৈয়দ হোসেন, নাইটং পাড়ার ইউনুস, ডেইল পাড়ার জাফর আলম, জাহাজপুরার নুরুল আলম, হ্নীলার রশিদ আহম্মদ প্রকাশ রশিদ খুলু, সদরের ডেইল পাড়ার আব্দুল আমিন ও নুরুল আমিন, টেকনাফ সদরের উত্তর লম্বরি এলাকার করিম মাঝি, হ্নীলা ফুলের ডেইলের রুস্তম আলী, শামলাপুর জুম পাড়ার শফিউল্লাহ, একই এলাকার সৈয়দ আলম, রাজাছড়ার আব্দুর কুদ্দুছ, মধ্যম জালিয়া পাড়ার মোজাম্মেল হক, জাহেলিয়া পাড়ার মোহাম্মদ সিরাজ, কচুবনিয়ার আব্দুল হামিদ, নাজিন পাড়ার মোহাম্মদ রফিক, পল্লান পাড়ার মোহাম্মদ সেলিম, নাইটং পাড়ার রহিমউল্লাহ, নাজিরপাড়ার মোহাম্মদ হেলাল, চৌধুরী পাড়ার মোহাম্মদ আলম, সদর ইউনিয়নের মৌলভি পাড়ার একরাম হোসেন।
আরও আছেন, হ্নীলার পূর্ব পানখালির নজরুল ইসলাম, সদর ইউনিয়নের তুলাতলি এলাকার নুরুল বশর, হাতির ঘোনার দিল মোহাম্মদ, একই এলাকার হাসান, সাবরাং নয়া পাড়ার নুর মোহাম্মদ, কচুবনিয়ার বদিউর রহমান প্রকাশ বদুরান, জালিয়া পাড়ার জুবায়ের হোসেন, হ্নীলার পূর্ব লেদার জাহাঙ্গীর আলম।
No comments: