সরকারিভাবে খাদ্যশস্য মজুদে গতিশীলতা আনতে দেশের প্রতিটি এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) ডিজিটালের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা স্টেডিয়ামে বেলকোন-বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশের সব উপজেলার এলএসডিগুলোকে ডিজিটালাইজড করে আমরা মন্ত্রণালয় থেকে নিয়ন্ত্রণ করতে চাই। এরই মধ্যে সাত লাখ মেট্রিক টন আমন সংগ্রহ হয়ে গেছে। বর্তমানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশে খাদ্য ঘাটতি নেই। নিরাপদ মজুদ, সুষম বণ্টন ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই এখন সরকারের মূল টার্গেট। এজন্য সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান তিনি।
নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বেলকোন-বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, টুর্নামেন্টের আহ্বায়ক ও নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, বেলকোন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল হোসেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠকসহ ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী অন্যান্য অতিথিদের সঙ্গে বসে উদ্বোধনী খেলা উপভোগ করেন। উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ জেলা দল ও নওগাঁ জেলা দল অংশগ্রহণ করে।
দেশের প্রতিটি এলএসডি ডিজিটালের আওতায় আনা হচ্ছে : খাদ্যমন্ত্রী
Tag: politics
No comments: