থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'পাবুক'। স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। এর কারণে ওই এলাকায় ভারি বৃষ্টিপাত ও দমকা বাতাস শুরু হয়।
ঘূর্ণিঝড়ের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চল। বাতিল করা হয়েছে সামুই দ্বীপের সব ফ্লাইট। এছাড়াও উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাসদস্যদের। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে পর্যটকদের। স্থানীয়দের নিরাপদ অঞ্চলে থাকতে বলেছে দেশটির আবহাওয়া দপ্তর। গেল ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো ঘূর্ণিঝড়ের মুখোমুখি হচ্ছে দেশটির উপকূলীয় অঞ্চল।
No comments: