Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » জাপা বিরোধী দলে থাকায় সমালোচনার অবসান ঘটবে: ফিরোজ রশীদ






সরকারে নয়, একাদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবেই থাকবে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিবৃতিকে স্বাগত জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।


 তিনি বলেছেন, এতে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির অতীতের প্রশ্নবিদ্ধ ভূমিকা আর সমালোচনার অবসান ঘটবে। সরকারে থাকা নিয়ে দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

‘আমার স্ত্রী এসেছিলেন আমার কাছে। আমি বলেছি, ইলেকশন তুমি করো। আমি ইলেকশনের পক্ষে ছিলাম না। তুমি ইলেকশন যেহেতু করছ, দলকে রক্ষা করার জন্য কর, কিন্তু মন্ত্রিত্ব নিও না।’ ২০১৪ সালের জুলাই মাসে সময় সংবাদের ঈদ সম্পাদকীয়তে সরকার এবং বিরোধী দলে একসঙ্গে থাকা প্রসঙ্গে এভাবে নিজের অবস্থান তুলে ধরেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

যদিও দশম জাতীয় সংসদ এবং ওই সংসদের সরকারের পুরোটা সময় মন্ত্রিসভার সদস্য হিসেবে থেকেছেন জাতীয় পার্টির ৩ মন্ত্রী।

একাদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে রাজনীতির মাঠে এ নিয়ে যখন সংশয়, তখন সংবাদমাধ্যমে প্রকাশিত হয় পার্টি চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিবৃতি। এখানে বলা হয়, সরকারে নয় এবারের সংসদে বিরোধী দল হিসেবেই থাকতে চায় জাতীয় পার্টি। দলটির সকল স্তরের নেতা-কর্মীর সমর্থন নিয়েই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে এ বিবৃতিতে জাতীয় পার্টি সরকারের কোনো মন্ত্রিত্ব নেবে না বলেও জানানো হয়।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এ সিদ্ধান্তকে দলের জন্য ঐতিহাসিক এবং সময়োপযোগী বলছেন।




তিনি বলেন, এর আগে সংসদে আমরা সরকারেও ছিলাম, বিরোধী দলের ভূমিকাও পালন করেছি। এটা হয়তো জনগণ খুব ভালো চোখে দেখেনি। এটা আমার দলের চেয়ারম্যানের কাছে স্পষ্ট। গত পাঁচ বছরের প্রতিদিনই আমাকে কিছু কথা শুনতে হয়েছে। সংসদীয় রাজনীতিতে বিরোধী দল অপরিহার্য। সেটা আমরা পূরণ করতে চাই।

এমন সিদ্ধান্তে দলের মধ্যে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই বলেও দাবি করেন জাতীয় পার্টির এ নেতা।

তিনি বলেন, আমরা ভেতরে অনেক কথা বলব। যার যার কথা তো সে বলবেই। আর যদি বলি, আমরা কোনো কথা বলব না, যা খুশি সিদ্ধান্ত নেন, তবে সেটা রাজনীতি না। সবাই কথা বলেছি, এরপর সেগুলো চেয়ারম্যানের কাছে গেছে। তিনি যা বলেছেন সেটাই আমাদের সিদ্ধান্ত। এখানে সবাই খুশি।

বৃহস্পতিবার জাতীয় পার্টির বিজয়ী মোট ২২ জন সদস্যের মধ্যে হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়া শপথ নিয়েছেন বাকি ২১ জন সংসদ সদস্য।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply