সিরিয়া সীমান্তে আবার তুরস্কের সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে বলে নতুন করে প্রকাশিত কিছু ছবি থেকে ধারণা করা হচ্ছে। উত্তরাঞ্চলীয় সিরিয়ার কুর্দি অধ্যুষিত এবং কুর্দি শাসিত সীমান্তের কাছে এ ধরণের তৎপরতা চলছে।
ধারণা করা হচ্ছে, এ অঞ্চলে কোনো ধরণের সামরিক অভিযানের প্রস্তুতি হয়ত গ্রহণ করছে আংকারা। টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে তুর্কি সামরিক যান এবং ভারি কামান সীমান্তবর্তী গাজিয়ানতেপ জড়ো করা হচ্ছে। সিরিয় সীমান্তের কাছে ট্যাংক এবং কামানসহ তুর্কি সামরিক সরঞ্জাম মোতায়েনের তৎপরতার অব্যাহত ভাবে চলছে বলেও জানানো হয়েছে।
সিরিয়ার সেনারা চলেছে (ফাইল ছবি)
এদিকে, দু'দিন আগে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুতনিকের সংবাদদাতা জানিয়েছেন, আলেপ্পো প্রদেশের মানবিজের পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সেনা মোতায়েন করেছে সিরিয়া। 'ইউফ্রেটাস শিল্ড' নামের অভিযানে জড়িত তুর্কি সেনাদের অগ্রগতি মোতায়েনে এ সব সেনা মোতায়েন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিরিয় বাহিনী নিয়ন্ত্রণ নেয়ার আগে মার্কিন মদদপুষ্ট সশস্ত্রগোষ্ঠীর দখলে ছিল মানবিজ। উত্তরাঞ্চলীয় সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালাবে বলে গতমাসে ঘোষণা দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এর্দোগান। অবশ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপের পর তা স্থগিত রাখার ঘোষণা দিয়েছিলেন।#
No comments: