মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকায় মদক ব্যবসায়ীদের দুপক্ষের গোলাগুলিতে এক মাদক ব্য্সায়ী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে।ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শার্টারগান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার বুড়িপোতা গ্রামের একটি লিচু বাগান থেকে অজ্ঞাত ওই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান,বৃহস্পতিবার ভোররাতের দিকে বুড়িপোতা গ্রামের একটি লিচু বাগানে গোলাগুলির শব্দ হচ্ছিল। খবর পেয়ে পুলিশের একটিদল ওই স্থানে পৌঁছানোর আগেই গোলাগুলি বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। তবে লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ সময় ওই স্থান থেকে ১টি ওয়ান শার্টারগান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে,মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে।
No comments: