ব্রাহ্মণবাড়িয়া ও ঠাকুরগাঁওয়ে আগুনে ২৪টি দোকানঘর পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল (বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি জুয়েলারি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা আশপাশেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই, ফার্মেসী, মুদি দোকানসহ অন্তত ১৪টি দোকান ঘর পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
এদিকে ঠাকুরগাঁওয়ের খোচাবাড়ি বাজারে হঠাৎ একটি খাবার হোটেলে আগুন লাগে। এসময় তা আশপাশের দোকাগুলোতেও ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে খাবার হোটেল, স্বর্ণালংকার, ওষুধদের দোকানসহ ১০টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ধারণা, হোটেলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
No comments: