নটিংহ্যামে টেস্ট অভিষেক৷ সাউদাম্পটন ঘুরে ওভালে কেরিয়ারের তৃতীয় টেস্টেই ঝকঝকে সেঞ্চুরি৷ রাজকোট ও হায়রাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঠিক পরের দু’টি টেস্টে আউট হন নব্বইয়ের কোঠায়৷ অস্ট্রেলিয়ায় আসা যাবৎ প্রথম তিন টেস্টে ঘোরাফেরা করছিলেন ২৫ থেকে ৩৯ রানের মধ্যে৷ সিডনিতে এসে আবার তিন অঙ্কে ঋষভ পন্ত৷ স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটংয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম এবং টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান করেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান৷
ক্রিজের অপর প্রান্তে ধ্বংসাত্মক মেজাজে ছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও৷ পন্তের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন জাড্ডুও৷ স্যার জাদেজা ঝড়ের গতিতে ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছে যান৷ শতরানের ইঙ্গিত ছিল জাদেজার ব্যাটেও৷ তবে রান তোলার গতি বাড়ানোর চেষ্টায় তিনি আউট হয়ে বসা মাত্র ভারত প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে৷ ৭ উইকেটে দলগত ৬২২ রানের মাথায় প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেন কোহলি৷
No comments: