রাশিয়ায় আটক সাবেক মার্কিন নৌ-সেনার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে মস্কো। দোষী সাব্যস্ত হলে ২০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে পল হেলান নামের ওই মার্কিনীকে। বৃহস্পতিবার রাশিয়া ভিত্তিক বার্তা সংস্থা ইন্টারফেক্স এ তথ্য জানায়।
গেল শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী 'এফ.এস.বি' মস্কো থেকে ৪৮ বছর বয়সী পলকে গুপ্তচর সন্দেহে আটক করে। এ ঘটনা মস্কো ও ওয়াশিংটনের মধ্যেকার আগ্রাসী কূটনীতিকে, আরো জটিল করে তুলবে বলে শঙ্কা বিশ্লেষকদের।
এফ.এস.বি পলের বিরুদ্ধে মামলা করলেও তার বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগের বিস্তারিত জানা যায়নি। পলের আইনজীবী গুপ্তচরবৃত্তির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আটকের ব্যাখ্যা চেয়েছেন মস্কোর কাছে। রাশিয়ার আচরণকে অসঙ্গত আখ্যা দিয়ে তাকে ফেরত পাঠানোরও আহ্বান জানান তিনি।
No comments: