রাশিয়ার চেলিয়াবিনস্ক অঞ্চলের ম্যাগনিটোগোর্স্ক শহরে গ্যাস বিস্ফোরণে একটি অ্যাপার্টমেন্ট ব্লক বিধ্বস্তের ঘটনায় নিহত ৩৯ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-প্রধান অ্যালেক্সান্ডার চুপ্রিয়ান।
শুক্রবার তিনি সাংবাদিকদের একথা জানান বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাস।
চুপ্রিয়ান বলেন, ‘হ্যাঁ, তাদেরকে শনাক্ত করা হয়েছে। এখন আমরা বলতে পারি যে ৩৯টি মরদেহের প্রত্যেকটিই শনাক্ত করা হয়েছে।
গত সোমবার সকালে উরাল পার্বত্যাঞ্চলীয় শহরটির এই ১০ তলা অ্যাপার্টমেন্ট ব্লকের একটি গ্যাস লাইন ছিদ্র হয়ে যাওয়ায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে মনে করছে রুশ তদন্ত কমিটি। ব্লকটিতে ১২০ জন বাসিন্দা ছিলেন।
পরদিন মঙ্গলবার বিধ্বস্ত ব্লকটির ভাঙা ইট-পাথরের টুকরো ভেতর থেকে ১১ মাস বয়সী ইভান নামের একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়। চেলিয়াবিনস্কের গভর্নর বোরিস দুব্রোভস্কি জানান, উদ্ধারকাজ পরিচালনা সময় উদ্ধারকর্মীরা শিশুটির কান্না শুনতে পায়।
বৃহস্পতিবার বিধ্বস্ত ভবনটিতে পরিচালিত উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করা হয়। এদিন চুপ্রিয়ান সাংবাদিকদের বলেন, আমরা শেষ মরদেহটি উদ্ধার করতে পেরেছি। অনুসন্ধান ও উদ্ধারকাজের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে।
তবে এদিন তিনি মরদেহগুলো শনাক্তের বিষয়ে কিছুই বলেননি।
No comments: