ভারতের কেরালা রাজ্যের সাবারিমালা মন্দিরে ৫০ বছরের কম বয়সী ২ নারীর প্রবেশের জেরে ছড়িয়ে পড়া বিক্ষোভ ও সহিংসতায় এ পর্যন্ত ৩ বিজেপি কর্মী এবং ৩০ জনের বেশি পুলিশ আহত হয়েছেন। সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে প্রায় সাড়ে ৭শ' জনকে।
এরমধ্যেই বিজেপি এবং তাদের সহযোগী 'আর এস এস'-এর বিরুদ্ধে রাজ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান। কেরালার ১০টি এলাকার পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজধানী নয়া দিল্লিতেও।
বৃহস্পতিবার রণক্ষেত্রে পরিণত হয় কেরালার থিরুভানানথাপুরামের রাজপথ। সাবারিমালা মন্দিরে ৫০ বছরের কম বয়সী ২ নারীর প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। দোকানপাট বন্ধের পাশাপাশি ভাঙচুর চালানো হয় শাসক দল সিপিএমের কার্যালয়ে। এ সময় বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
বিক্ষোভে প্রায় অচল কোচি, পাল্ডালামসহ রাজ্যের আরো ১০টি এলাকা। সেখানেও রাস্তা বন্ধ কোরে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। বন্ধ কোরে দেয়া হয় যান চলাচল।
এরইমধ্যে রাজ্যের বিরোধীদল বিজেপি এবং তাদের সহযোগী 'আর এস এস'-এর বিরুদ্ধে চলমান এ পরিস্থিতিকে উস্কে দেয়ার পাশাপাশি নারীর সাংবিধানিক অধিকার খর্ব করার অভিযোগ তুলেছেন বামপন্থি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান।
তিনি বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার সেই সাংবিধানিক দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করেছে। তবে ডানপন্থীরা সাবারিমালা মন্দিরের ঘটনাকে ইস্যু কোরে কেরালাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার চেষ্টা করছে।
গেল সেপ্টেম্বরে সাবারিমালা মন্দিরে ৫০ বছরের কম বয়সী নারীদের প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নিয়ে সবার জন্য প্রবেশাধিকার নিশ্চিতের নির্দেশ দেন ভারতের সর্বোচ্চ আদালত। তবে রক্ষণশীল হিন্দু মতবাদীদের বিরোধিতার মুখে তা কার্যকর করা সম্ভব হচ্ছে না।
No comments: