সিরিয়ায় গেল এক বছরে রাশিয়ার সামরিক বাহিনীর অভিযানে ২৩ হাজার জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ১০ হাজারের বেশি বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী।
এছাড়া, জঙ্গিদের ১শ' ৫৯টি ট্যাংক, ৫৭টি সামরিক যান, ৯শ'টির বেশি কামান এবং ৩ হাজারের মতো যুদ্ধে ব্যবহৃত গাড়ি ধ্বংস করে দিয়েছে রুশ সেনারা। গেল তিন বছরে রুশ সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৮৭ হাজার মানুষ নিহত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদের মধ্যে জঙ্গিগোষ্ঠী আইএসের ৪ হাজার ৫শ' শীর্ষ কমান্ডার রয়েছে। ধ্বংস করে দেয়া হয়েছে ১ হাজারের বেশি জঙ্গি আস্তানা। সিরীয় সরকারের আহ্বানে ২০১৫ সাল থেকে জঙ্গিবিরোধী অভিযানের নামে আসাদ সরকারকে সহায়তা করে আসছে রুশ সেনাবাহিনী।
No comments: