কয়েক মাস আগে প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে ইংল্যান্ডে টেস্টে সেঞ্চুরি করেছিলেন। এ বার প্রথম ভারতীয় উইকেটরক্ষক হিসেবে অস্ট্রেলিয়াতেও টেস্ট সেঞ্চুরি করে ফেললেন ঋষভ পন্থ। একইসঙ্গে গড়লেন নানা রেকর্ড।
অস্ট্রেলিয়ায় কোনও ভারতীয় উইকেটকিপারের টেস্টে এতদিন সর্বাধিক রান ছিল ফারুখের ৮৯। যা ১৯৬৭ সালে অ্যাডিলেডে হয়েছিল। শুক্রবার ঋষভ টপকে গেলেন ফারুখকে। তার অপরাজিত ১৫৯ রানের ইনিংস সিডনিতে কোণঠাসা করে তুলল অস্ট্রেলিয়াকে।
কোনও ভারতীয় উইকেটকিপারের টেস্টে সর্বাধিক রানের তালিকায় তিনে চলে এলেন ঋষভ। ২০১৩ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ২২৪ রান করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সেটাই কোনও ভারতীয় কিপারের দ্বিতীয় সর্বাধিক রান। তালিকায় দ্বিতীয় হলেন বুধি কুন্দরন। চেন্নাইতেই ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯২ রান করেছিলেন তিনি। ঋষভের এদিনের ইনিংস চলে এল তিনে।
অস্ট্রেলিয়ায় সফরকারী দলের উইকেটকিপার হিসেবে এটা অবশ্য সর্বাধিক রানের তালিকায় দুইয়ে থাকছে। ২০১২-১৩ মরসুমে পার্থের ওয়াকায় দক্ষিণ আফ্রিকার এবি ডি’ভিলিয়ার্স করেছিলেন ১৬৯। ঋষভ থাকলেন ডি’ভিলিয়ার্সের ঠিক পরেই। সাত নম্বর বা ব্যাটিং অর্ডারে তার নীচে নেমে সফরকারী দলের কোনও ব্যাটসম্যানের এটা দ্বিতীয় সর্বাধিক রান। ১৮৯৭ সালে সিডনিতে ইংল্যান্ডের হয়ে নেমে রনজিৎসিংজি করেছিলেন ১৭৫ রান। সফরকারী দলের উইকেটকিপার হিসেবে এর আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরির রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের জেফ্রি দুঁজোর। তাকে স্পর্শ করলেন ঋষভ।
২১ বছর বয়সী ঋষভের পকেটে এখন দুটো টেস্ট সেঞ্চুরি। এই বয়সে বিশ্বের কোনও উইকেটকিপারের দুটো টেস্ট সেঞ্চুরি নেই। মাথায় রাখতে হবে, তার দুটো সেঞ্চুরিই এসেছে উপমহাদেশের বাইরে। একটা এসেছে ইংল্যান্ডে, অন্যটা অস্ট্রেলিয়ায়। অ্যাওয়ে টেস্ট সিরিজে কোনও ভারতীয় উইকেটকিপারের সর্বাধিক রান ছিল ১৪৮। যা পাকিস্তানে করেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এদিন সিডনিতে ধোনিকে টপকে গেলেন তিনি।
অস্ট্রেলিয়ায় চলতি টেস্ট সিরিজে ৩৫০ রান করে ফেলেছেন ঋষভ। এখন তিনিই চলতি বর্ডার-গাওস্কর ট্রফির দ্বিতীয় সর্বাধিক রানসংগ্রহকারী। ৫৮.৩৩ গড় তার। স্ট্রাইক রেট ৭৩.৯৯। এর আগে এশিয়ার কোনও উইকেটকিপার অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ২০০ রান করতে পারেননি। একইসঙ্গে তিনি ২০টা ক্যাচও নিয়েছেন চলতি সিরিজে। এদিন সপ্তম উইকেটে রবীন্দ্র জাডেজার সঙ্গে ২০২ রান যোগ করেন ঋষভ। এটাও রেকর্ড।
No comments: