নানা কর্মসূচির মধ্যে দিয়ে শুক্রবার (০৪ ডিসেম্বর) দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকালে রাজশাহী নগরীর কুমারপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে, পুস্পস্তবক অর্পণ করে মহানগর ছাত্রলীগ। এসময় মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাতের নেতৃত্বে, নগরীর শহীদ সোহেল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জেলা ছাত্রলীগ। এরআগে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন নেতাকর্মীরা।
No comments: