ডুবোচর ও নাব্য সংকটের কারণে পটুয়াখালী-ঢাকা নৌরুটে প্রায়ই লঞ্চগুলোর চলাচলে বিঘ্ন ঘটে। এতে ভোগান্তিতে পড়তে হয় লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রীদের।
বিআইডব্লিউটিআই জানায়, প্রতিদিন পটুয়াখালী লঞ্চঘাট ও জেলার বিভিন্ন এলাকা থেকে ৭ টি দোতলা লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বগা টার্মিনাল থেকে একটু সামনে গিয়ে কবাই, কারখানা, ঝিলনাড় মোড়, কালীগঞ্জ, শ্রীপুর ও টেকেরচর পয়েন্টে ডুবোচর এবং নাব্য সঙ্কটের কবলে পড়ে আটকা পড়ে লঞ্চগুলোকে।
পড়ে তিন থেকে চার ঘণ্টা পর জোয়ার আসলে তারপর ছাড়তে হয় লঞ্চগুলো। শীত মৌসুমে নদীতে পানি কম থাকায় ভোগান্তি বেড়ে যায় আরো কয়েকগুন। প্রতিবছর নামে মাত্র ড্রেজিং কার্যক্রম চালানোর কারণে সমস্যার স্থায়ী কোন সমাধান হচ্ছেনা বলে অভিযোগ যাত্রী ও লঞ্চ কর্তৃপক্ষের।
No comments: