ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘আওয়ামী লীগের ল্যান্ডমার্ক (ভূমিধস) বিজয়ে ভারত খুব খুশি। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে সোনালি সময় চলছে।’
আজ (বুধবার) সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এখন অনেক ভালো। ভবিষ্যতে এ সম্পর্ক আরো জোরদার হবে। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সাফল্যে ভারত গুরুত্বপূর্ণ অংশীদার। ভারত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। উন্নয়নমূলক কর্মকাণ্ডে এখনো ভারত বাংলাদেশের পাশে আছে। এই সম্পর্ক জোরদারের জন্য গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, পার্টি টু পার্টি এবং পিপল টু পিপল আলোচনা ও সংলাপ অব্যাহত থাকবে।’
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল সাফল্যের পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, অভিনন্দন জানিয়েছেন। বিজেপির সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছেন এবং অভিনন্দন জানিয়েছেন। আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য এ বিজয়কে কাজে লাগাবে বলে আমি আশা করছি।’ এছাড়া, ভারত বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় নানা সমস্যার সমাধান এরই মধ্যে হয়েছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।
এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ (বুধবার) সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, "গত রবিবারের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পাওয়ায় ভারতীয় কংগ্রেস দলের নেতা সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।"
বার্তায় সোনিয়া গান্ধী বাংলাদেশের অব্যাহত শান্তি,অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনা করেন বলেও জানান প্রেস সচিব।#
No comments: