পেরুর আগ্নেয়গিরির উপরে আকাশপথে নজরদারি বিজ্ঞানীদের, দেখুন সেই ভিডিও নিজস্ব প্রতিবেদন: আবার ঘুম ভেঙেছে পেরুর সাবাঙ্কায়া আগ্নেয়গিরির। গলগল করে বেরোচ্ছে ছাই, ধোঁয়া। ওপর থেকে সে আগ্নেয়গিরির তল্লাশি চালালো, অত্যাধুনিক ড্রোন। পেরুর সাবাঙ্কায়া আগ্নেয়গিরির বয়স অনেক। ঘুম থেকে মাঝেমধ্যেই জেগে ওঠা এই আগ্নেয়গিরির অনেক দিনের অভ্যাস। গত সপ্তাহেই ফের জেগেছিল সে। তবে এবার তার ওপর চলল কড়া নজরদারি।পেরুর দুই সংস্থা আগ্নেয়গিরি তল্লাটে ওড়ালো অত্যাধুনিক ড্রোন। কোন কোন গ্যাস বা কোন কণার সমাহার এই আগ্নেয়গিরি, তা পড়ে ফেলতে পারবে ড্রোনের সেন্সর। কী আছে সাবাঙ্কায়ার পেটে, তার অনেককিছুরই হদিশ মিলতে পারে আকাশচিত্র থেকে।OVER THE VOLCANO: Scientists used a drone to capture dramatic video of Peru's Sabancaya volcano during an eruption last week.— ABC News (@ABC) December 5, 2018
The drone is equipped with sensors to take measurements of the gases and particles in the volcano's plume. https://t.co/yNX2UrtyTh pic.twitter.com/sru54dzQIt
পেরুর আগ্নেয়গিরির উপরে আকাশপথে নজরদারি বিজ্ঞানীদের, দেখুন সেই ভিডিও
ঘুম থেকে মাঝেমধ্যেই জেগে ওঠে পেরুর এই আগ্নেয়গিরি।
Tag: world
No comments: