Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বাবরি মসজিদ-রাম মন্দির দুই নিয়েই মিছিল শহরে বাবরি মসজিদ ধ্বংসের ২৬ বছরে




বৃহস্পতিবার কলকাতা শহরের একাধিক জায়গাতে

প্রতিবাদী এবং হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য একাধিক মিছিল করবে বিভিন্ন সংগঠন। সিপিএম, কংগ্রেসের পাশাপাশি অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিম(AIMIM) , সংখ্যালঘু যুব ফেডারেশন এবং উলেমা সংগঠনগুলি৷ দুদিন পরেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে রামমন্দির নির্মাণের দাবিতে সমাবেশ করবে বিশ্ব হিন্দু পরিষদ৷ বৃহস্পতিবার মহাজাতি সদন থেকে সিপিএম-এর নেতৃত্বে বাম জোটগুলির একটি মিছিল হবে৷ চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এমজি রোড, শিয়ালদহ, মল্লিকবাজার, পার্কসার্কাস হয়ে বামেদের মিছিল ঘুরবে বলে সূত্রের খবর৷ অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিম(AIMIM) মিছিল পার্কসার্কাস থেকে শুরু হয়ে রানী রাসমণি অ্যাভিনিউ অবধি আসবে৷ শিয়ালদহ স্টেশন থেকে আর একটি মিছিল আসবে রানী রাসমণি রোড অবধি৷ Advertisement-DFP বাবরি মসজিদ ভাঙার দিনটিকে এক কলঙ্কিত দিন হিসেবে প্রতিবছরই স্মরণ করে আসে সিপিএম৷ কেন্দ্রে বিজেপির সরকার থাকায় সেই সমাবেশ আরও জোরালো করে সংখ্যালঘুদের বার্তা দিতে চাইছে বলেই রাজনৈতিক মহলের মত৷ অন্যদিকে চলতি মাসের ১৮ তারিখে কলকাতায় ‘হুঙ্কার সভা’র মতো সভা করার কথা জানিয়েছে সংঘ পরিবার৷ রাম মন্দির নিয়ে সারা দেশেই একের পর এক কর্মসূচি নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এবং আরএসএসের মতো হিন্দুত্ববাদী সংগঠনগুলি৷ একাধিক জায়গাতে সাধু-সন্তদের নিয়ে সমাবেশ করেছে তারা৷ রাজ্যের প্রতিটি জেলায় গেরুয়া সমাবেশের পাশাপাশি রাম মন্দিরের দাবি নিয়ে রাজ্যের প্রত্যেক সাংসদদের দ্বারস্থ হচ্ছে ভিএইচপি ৷ সংগঠনটির বাংলার মিডিয়া কো-অর্ডিনেটর সৌরিশ মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘প্রতিটি এলাকা থেকে সাধারণ মানুষের এক বড় অংশ এবং সংগঠনের ‘প্রতিনিধিমন্ডল’ নিজেদের কেন্দ্রের সাংসদের সঙ্গে দেখা করছে রামমন্দির নির্মাণের প্রয়োজনীয়তা জানাতে৷ তারা সেই সাংসদকে অনুরোধ করবেন যাতে তিনি লোকসভায় প্রধানমন্ত্রীকে রামমন্দির তৈরির জন্য চাপ দেন৷ রামমন্দির তৈরি হলেই রাজ্যের অগণিত রামভক্ত মানুষের বহুদিনের আকাঙ্ক্ষা মিটবে৷’’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply