আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রবাসি বাংলাদেশিরাও আছেন দারুন উৎসাহ-উদ্দীপনায়। তফসিল ঘোষণা, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর, ভোটের দিন যত এগিয়ে আসছে, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চাঞ্চল্যও তত বাড়ছে।
দেশের ছোট-বড় যেকোন নির্বাচনের রেশ ছড়ায় প্রবাসেও। আর তা যদি হয় জাতীয় সংসদ নির্বাচন তাহলে তো কথাই নেই! প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় অংশ সৌদি আরবে থাকায় এর প্রভাবও বেশি পড়ে দেশটিতে।
নির্বাচন কমিশনের ঘোষণা করা তারিখে ভোটের প্রস্তুতির কথা জানালেন প্রবাসী আওয়ামী লীগ সমর্থকরা। নির্বাচনের মাধ্যমে আবারও সরকার গঠনের বিষয়ে আশাবাদী তারা।
পাঁচ বছর পর আবারো নির্বাচনে আসায় খুশি বিএনপি সমর্থকরা। শঙ্কা থাকলেও তাদের আশা নির্বাচন কমিশন জাতিকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।
আর জাতীয় পার্টি সমর্থকদের মতে, নির্বাচন কমিশন চাইলে, সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব।
তবে সবার প্রত্যাশা, যে দলই ক্ষমতায় আসুক, তারা যেন ভবিষ্যতে প্রবাসীদের স্বার্থে উদ্যোগ নেয়।
No comments: