নড়াইল-২ আসনে মাশরাফির জন্য ভোট চাইলেন স্ত্রী সুমি
আপডেট
০৫-১২-২০১৮, ২৩:২৯
মাশরাফির জন্য ভোট চাইলেন স্ত্রী সুমি
mashrafi-sumi
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য ভোট চেয়েছেন তার স্ত্রী সুমনা হক সুমি।
বুধবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে লোহাগড়া উপজেলা শহরের মদিনাপাড়ায় উঠান বৈঠকে মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলে যুক্ত হয়ে ভোট চান তিনি।
এসময় আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফিকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান সুমনা হক সুমি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের কারণে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারছেন না মাশরাফি। তবে ১৪ ডিসেম্বর সিরিজ শেষ হওয়ার পরে তিনি তার নির্বাচনী এলাকায় যাবেন বলে জানা গেছে। তার জন্য আওয়ামী লীগের স্থানীয় নেতারা এবং পরিবার ও স্বজনরা ভোটারদের কাছে ভোট চাচ্ছেন।
ভোটাররাও খুশি সুমির সঙ্গে কথা বলতে পেরে। শেখ বকুল রহমান নামে একজন বলেন, 'মাশরাফি আমাদের গর্ব। সে সারাদেশের গর্ব। তার স্ত্রী সুমি ভাবি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি আমাদের কাছে মাশরাফি ভাইয়ের জন্য ভোট চেয়েছেন। আমরা দারুণ খুশি।'
মোসা. সেজুতি আক্তার নামে আরেকজন বলেন, আমরা মাশরাফিকে সবসময় টিভিতে দেখেছি। আজকে মাশরাফি ভাইয়ের স্ত্রী আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা তাদের সরাসরি দেখতে চাই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শেষ করে মাশরাফি ভাই এলাকায় আসবেন। আমরা তার অপেক্ষাতেই আছি।'
উঠান বৈঠকে মাশরাফির স্ত্রী সুমনা হক সুমির বড় বোন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্য সঞ্চিতা হক রিক্তা ও মেজো বোন জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সঞ্চিবা হক রিপা, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলুসহ মাশরাফির স্বজনরা উপস্থিত ছিলেন।
Tag: games
No comments: