পৃষ্ঠপোষকতা আর সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে পটুয়াখালী বিসিক শিল্পনগরী মুখ থুবড়ে পড়ে আছে। একদিকে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, ব্যাংক ঋণের জটিলতা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, কাঁচামাল আর যথাযথ প্রশিক্ষণের অভাব। অন্যদিকে শিল্প উদ্যোক্তাদের অনাগ্রহের কারণে দীর্ঘ আটত্রিশ বছরেও উল্লেখযোগ্য শিল্প-কারখানা গড়ে ওঠেনি। তবে পায়রা সমুদ্রবন্দর চালু হলে এই সমস্যা থাকবে না বলে আশাবাদী ব্যবসায়ী সমিতির সভাপতি। আর অর্থ বরাদ্দ পেলেই সমস্যার সমাধান সম্ভব হবে বলে জানান বিসিক কর্মকর্তা।
পটুয়াখালী শহরের মাঝগ্রাম এলাকায় ১৯৮২ সালে প্রায় সাড়ে ১৫ একর জমির উপর গড়ে ওঠে বিসিক শিল্পনগরী । নানা সমস্যার কারণে দীর্ঘ ৩৬ বছরেও এখানে তেমন কোন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। ১০১ টি প্লটের জমি বরাদ্দ দিলেও কার্যক্রম শুরু করেছে ৪৫ টি শিল্প প্রতিষ্ঠান এর মধ্যে সচল রয়েছে ১৮টি প্রতিষ্ঠান।
বাকি ইউনিটগুলোতে স্থাপনার কাজ শুরু হয়নি। এখনো শিল্প উদ্যোক্তা ও পুঁজি সংকটের কারণে পিছিয়ে রয়েছে এই শিল্প নগরী। তবে মিল কারখানা গড়ে না ওঠার কারণে নানা সমস্যার কথা জানালেন শ্রমিকরা।
শিল্পকারখানা গড়ে না ওঠার ব্যথতার কথা শিকার করে পটুয়াখালী চেম্বার অব কমাস’র সভাপতি মহিউদ্দিন আহাম্মেদ, পায়রা বন্দরে চালু হলে একটি আধুনিক শিল্পনগরীর গড়ে ওঠবে আশা করি।
শিল্পনগরীর ৪৫টি মধ্যে ৮টি ইউনিট চালু রয়েছে। নির্মানাধীন রয়েছে ১৮ টি এবং নির্মাণের অপেক্ষায় রয়েছে ১২টি।
No comments: