গেল নভেম্বরে ৩শ' ৪২ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে; যা লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি।
বুধবার (৫ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর পাঠানো মাসিক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম পাঁচমাসে পণ্য রফতানি থেকে আয় হয়েছে ১ হাজার ৭শ' সাত কোটি ডলার। যা গত অর্থ-বছরের একই সময়ের চেয়ে ১৭ শতাংশ বেশি।
বিবরণীতে দেখা যায়, কৃষি পণ্যে লক্ষ্যমাত্রার চেয়ে ৬৫ শতাংশ রফতানি আয় বাড়লেও ১ শতাংশ কমেছে চামড়াজাত পণ্য রফতানির আয়। লক্ষ্যমাত্রার চেয়ে ৭২ কোটি ডলার কমেছে পাটজাত পণ্য রফতানি আয়।
No comments: