Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নিঃশব্দ ঘাতক’ লিভার সিরোসিসের লক্ষণগুলি চিনে নিন




শরীরের বর্জ্যপদার্থ সব বের করে শরীরকে সুস্থ-সতেজ ও রোগমুক্ত রাখাই যকৃৎ বা লিভারের কাজ। মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ যকৃত। পরিপাক ক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে এই অঙ্গ। আর যকৃৎ বা লিভারের মারাত্মক একটি অসুখের নাম হল লিভার সিরোসিস। এই রোগে লিভার পুরোপুরি অকেজো হয়ে পড়ে। অর্থাৎ, লিভার হারায় তার স্বাভাবিক কর্মক্ষমতা। যার ফলে বাড়ে মৃত্যুঝুঁকি। অনেক ক্ষেত্রেই লিভার সিরোসিসে আক্রান্ত রোগীকে লিভারের ক্যান্সারে আক্রান্ত হন। প্রতিবছর হাজার হাজার মানুষ লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে প্রাণ হারান। প্রাথমিক পর্যায়ে লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তির মধ্যে তেমন কোনও লক্ষণ দেখা যায় না। সমস্যা শুরু হয় যখন রোগটি মারাত্মক পর্যায়ে পৌঁছে যায়। লিভারের প্রাণঘাতী এই অসুখের হাত থেকে বাঁচতে এর লক্ষণগুলি আগেভাগে চিনে নেওয়া দরকার। আসুন লিভার সিরোসিসের লক্ষণগুলি চিনে নিন। প্রাথমিক পর্যায়ের লিভার সিরোসিস বা কম্পেনসেটেড সিরোসিসে লক্ষণ: ১) দুর্বলতা অনুভব করা, ২) সহজেই ক্লান্ত হয়ে পড়া, ৩) দাঁতের মাড়ি বা নাক থেকে রক্ত পড়া। ৪) পেটের ডান পাশে ব্যথা হওয়া, ৫) জ্বর জ্বর ভাব, ৬) ঘন ঘন পেট খারাপ হওয়া ইত্যাদি। মারাত্মক পর্যায়ের লিভার সিরোসিস বা ডিকম্পেনসেটেড বা অ্যাডভান্সড সিরোসিসের লক্ষন: ১) পায়ে-পেটে জল চলে আসা, ২) জন্ডিস হওয়া এবং রোগী জ্ঞানও হারাতে পারেন, ৩) রক্তবমি ও পায়খানার সঙ্গে রক্তক্ষরণ। ৪) ফুসফুসে জল আসা, ৫) কিডনি ফেইলিউর বা কিডনির কার্যক্ষমতা হারানো, ৬) শরীরের যে কোনও জায়গা থেকে অতিরিক্ত এবং নিয়ন্ত্রণবিহীন রক্তপাত ইত্যাদি। তাই উল্লেখিত লক্ষণগুলোর কোনওটি লক্ষ্য করলে তা অবহেলা না করে দ্রুত চিকিত্সকের শরণাপন্ন হওয়া জরুরি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply