পাকস্থলীর ফ্লু কমাতে আদা
পাকস্থলীর ফ্লু খুব অস্বস্তিকর একটি বিষয়। পাকস্থলীর ফ্লু থেকে ডায়রিয়া, বমি বমি ভাব, শরীরে ব্রণ, পেট ব্যথা, হালকা জ্বর, অবসন্ন ভাব, বমি ইত্যাদি হয়। পাকস্থলীর ফ্লুর সমস্যা সমাধানে ঘরোয়া উপায় হিসেবে আদা খেতে পারেন। এতে সমস্যা নিরাময় সহজ হবে।
পাকস্থলীর ফ্লু কমাতে আদা ব্যবহারের কিছু বিষয়ের কথা জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমেডি।
দিনে দুই থেকে তিনবার আদা চা পান করতে পারেন। এই চা তৈরিতে প্রথমে দেড় কাপ পানি সেদ্ধ করুন। এর মধ্যে আদা কেটে এক ইঞ্চি পরিমাণমতো দিন। ৫ থেকে ১০ মিনিট পর চুলা থেকে পানি নামিয়ে এর মধ্যে মধু ও লেবু যোগ করে পান করুন।
এ ছাড়া সামান্য আদার টুকরো চিবাতেও পারেন। দিনে কয়েকবার এটি খেতে পারেন। এ ছাড়া চিকিৎসকের পরামর্শ নিয়ে আদার ক্যাপসুল খেতে পারেন।
Tag: Featured
No comments: