ভোটে সরকার কোন প্রভাব খাটাবে না: দীপু মনি
সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার কোন প্রভাব খাটাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডাক্তার দীপু মনি।
রাজধানীর গুলশানের একটি হোটেলে কানাডিয় সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট- আইআইডির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও ডক্টর গওহর রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান এবং বিকল্পধারার শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা আমির খসরু দাবি করেন, নির্বাচন প্রক্রিয়া এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে।
কানাডা, সুইডেন, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতসহ কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকে সুশীল সমাজ ও নির্বাচন পর্যবেক্ষকরাও অংশ নেন।
Tag: others
No comments: