আগামী ৯ ডিসেম্বর রোববার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ১১ ডিসেম্বর ও তৃতীয় ওয়ানডে ১৪ তারিখ। প্রথম দুই ম্যাচ হবে ঢাকায়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আয়োজন করা হবে সিলেটে। মূল সিরিজ শুরুর আগে আজ বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের বিপক্ষে মাঠে নেমেছে ক্যারিবীয়রা। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক রভম্যান পাওয়েল।
সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নেতৃত্ব দিচ্ছেন বিসিবি একাদশকে। দীর্ঘদিন দলের বাইরে থাকা তামিম ইকবালও রয়েছেন দলে।
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধোলাই করে দীর্ঘ নয় বছর পর ২-০ ম্যাচে সিরিজ জয় পায় টাইগাররা।
বিসিবি একাদশ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, তৌহিদ হৃদয়, আরিফুল হক, আকবর আলি, রুবেল হোসেন, শাহীন আলম ও নাজমুল ইসলাম অপু।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড
রভম্যান পাওয়েল (অধিনায়ক), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিষু, চন্দরপল হেমরাজ, শিমরন হেটমেয়ার, ড্যারেন ব্রাভো, শাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কেমো পল, কাইরন পাওয়েল, ফেবিয়েন অ্যালেন, কেমার রোচ, সুনিল আমব্রিস ও ওশান থমাস।
No comments: