Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সদ্য অবসর নেওয়া গম্ভীরকে বিশেষ পরামর্শ কিং খানের




২০১১ বিশ্বকাপের ফাইনালের প্রসঙ্গ উঠলেই আজও উঠে আসে গৌতম গম্ভীরের নাম। ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৭ রানের সেই অনবদ্য ইনিংসের জন্য আজও তাঁকে কুর্নিশ জানায় এ দেশ। আইপিএলের মঞ্চে আবার নজর কেড়েছেন সফল অধিনায়ক হিসেবে। নেতৃত্বের দায়িত্ব নিয়ে জোড়া ট্রফি জিতিয়েছেন কেকেআরকে। হয়ে উঠেছিলেন কলকাতার ঘরের ছেলে। আর সম্পর্ক গভীর হয়েছিল সে দলের মালিক শাহরুখ খানের সঙ্গে। তাই সব ফরম্যাটের ক্রিকেট থেকে গম্ভীরের অবসর ঘোষণায় খানিকটা মন খারাপই হয়েছিল কিং খানের। তবে তাঁর দীর্ঘ যাত্রা এবং অসংখ্য সাফল্যের জন্য তাঁকে ধন্যবাদ দিতেও ভোলেননি বলিউড বাদশা। [টেস্ট দলে ফের ডাক পেলেন রোহিত, অ্যাডিলেডে প্রথম ১২-য় নেই ভুবি] মঙ্গলবারই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অবসরের সিদ্ধান্ত জানান গম্ভীর। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, “দেশের জন্য ১৫ বছরেরও বেশি সময় খেলেছি। এবার এই সুন্দর খেলা থেকে সরে দাঁড়াচ্ছি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে আসন্ন রঞ্জি ট্রফি ম্যাচই হবে আমার বাইশ গজের শেষ লড়াই। যেখান থেকে কেরিয়ার শুরু করেছিলাম, সেই ফিরোজ শাহ কোটলাতেই কেরিয়ার শেষ করব।” তারপর থেকেই আগামিদিনের জন্য শুভেচ্ছা এবং ধন্যবাদে ভরে যাচ্ছে তাঁর ভারচুয়াল দেওয়াল। আইপিএল-এ তাঁর পুরনো দল নাইট রাইডার্সও সোশ্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। আর কিং খান একটি পোস্টে করে ধন্যবাদ জানানোর পাশাপাশি গম্ভীর মেজাজের গৌতমকে একটি পরামর্শও দিয়েছেন। তিনি লেখেন, “অজস্র ভালবাসা আর নেতৃত্ব দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ। কামনা করি অনেক আগামিদিনগুলো ভাল কাটুক। আর এবার আর একটু বেশি হাসা উচিত তোমার।” [সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন গম্ভীর] ২০১১ সালে কলকাতার নেতা হিসেবে যোগ দিয়ে ২০১২ ও ২০১৪-য় দলকে চ্যাম্পিয়ন করেছিলেন দিল্লির ব্যাটসম্যান। গত মরশুমে কলকাতা ছেড়ে দিল্লি ডেয়ারডেভিলসে চলে গেলেও পুরনো দলের মালিকের সঙ্গে সম্পর্কে কোনও চিড় ধরেনি। গৌতমকে ‘স্পেশ্যাল ম্যান’ বলে সে কথাই ফের বুঝিয়ে দিলেন শাহরুখ। Shah Rukh Khan ✔ @iamsrk @GautamGambhir Thank u for the love & leadership my Captain.U r a special man and may Allah always keep & happy…& u should smile a bit more 16.2K 5:15 AM - Dec 5, 2018 Twitter Ads info and privacy 3,159 people are talking about this Twitter Ads info and privacy কিং খানের পাশাপাশি গৌতমকে শুভেচ্ছা জানাতে গিয়ে নস্ট্যালজিক হয়ে পড়েছেন শচীন তেণ্ডুলকরও। জানান, গম্ভীরের সঙ্গে জুটি বেঁধে খেলতে তিনি দারুণ পছন্দ করতেন। বিশ্বকাপ ফাইনালের সেই স্মৃতির উল্লেখও করেছেন মাস্টার ব্লাস্টার। আর সেই সঙ্গে পরিবার ও বন্ধুদের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply