মিয়ানমারে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে ১৭ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠক শেষে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
বিজিবি জানায়, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে এবং সমুদ্রসীমা অতিক্রম করে মাছ ধরায় বিভিন্ন সময় ১৭ বাংলাদেশিকে আটক করে বিজিপি। এরপর আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন মিয়ানমার সরকার। কারাভোগ শেষে আজ তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। পরে বিজিবি তাদের টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এর আগে বিজিবি ২ ব্যাটালিয়ানের অধিনায়ক কর্ণেল আছাদুদ-জামান চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্য বিশিষ্ট বাংলাদেশের একটি প্রতিনিধি দল ও মিয়ানমার মংডুর অভিবাসন বিভাগের কর্মকর্তা হটেন লিনেন'এর নেতৃত্বে ১২ সদস্যের একটি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।
No comments: