Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সাকিব, এনামুলের পর তাইজুল





মুত্তিয়া মুরালিধরন অবসরের পর প্রতিক্রিয়া জানাতে তখনকার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে বলেছিলেন এখন আমাদেরকে (শ্রীলঙ্কা) আরও অনেক বেশি সময় মাঠে ফিল্ডিং করতে হবে। সাকিব আল হাসানের সঙ্গে মুরালির এখনও তুলনা না চললেও বাংলাদেশের হয়ে মুরালির দায়িত্ব ঠিকই পালন করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। টেস্টে বাংলাদেশের স্পিন তথা গোটা বোলিং আক্রমণের নেতৃত্ব দেন এই বাম-হাতি স্পিনার।
হাতের ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দলে নেই সাকিব। কিন্তু বোলিংয়ে তার অভাব বুজতেই দিচ্ছেন না বরাবরই আলোচনার বাইরে থাকা তাইজুল ইসলাম। সিলেট টেস্টে ১১ উইকেট নিয়ে দলকে জেতাতে না পারলেও জিম্বাবুয়ের ব্যাটিং লাইনকে ধসিয়ে দিয়েছিলেন দুই ইনিংসেই।
প্রথম ইনিংসে ৬ উইকেটসহ মোট ৭৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশি বোলারদের মধ্যে চতুর্থ অবস্থানে চলে এসেছিলেন তাইজুল। ম্যাচের দ্বিতীয় ইনিংসেই আবার ৫ উইকেট নিয়ে ছাড়িয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে (৭৮)।
ঢাকা টেস্টে এসেও সেই তাইজুলেই নির্ভার বাংলাদেশ। মিরপুরে ব্যাটিং উইকেটে প্রথম ইনিংসে দলের ভিত গড়ে দেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। প্রায় দুই দিন ব্যাট করে মুশফিকের ২১৯ ও মুমিনুলের ১৬১ রানে ভর করে ৫২২ রানের বিশাল পুঁজি পায় টাইগাররা।
দ্বিতীয় দিনের শেষ বেলায় শুরুতেই সফরকারী অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার উইকেট নিয়ে ম্যাচে দলকে ম্যাচে রাখেন তাইজুল।
দ্বিতীয় দিনে জিম্বাবুয়ে সেখানে অনেক সাবধানী শুরু সেইখানেই প্রথম আঘাতটা দেন ওই ২৬ বছর বয়সী এই স্পিনার। ডোনাল্ড টিরিপানোকে আউট করে দিন শুরু করেন এই বাম-হাতি। একে একে শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, ও রেগিস চাকাভাকে আউট করে পাঁচ উইকেটের কোটা পূর্ণ করেন তিনি।
টানা তিন ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে এই রেকর্ড ছুঁলেন তাইজুল। এর আগে সাকিব আল হাসান ও এনামুল হক জুনিয়রের রয়েছে এই কৃতিত্ব।
এবারের ৫ উইকেট নিয়ে টেস্টে ষষ্ঠ বারের মত ৫ উইকেট শিকার করেন এই টাইগার স্পিনার। এই রেকর্ডেও বাংলাদেশের হয়ে তিনে তাইজুল। বাকি দুইজন সাকিব (১৮) ও মোহাম্মদ রফিক ( ৭)
প্রথম ইনিংসে ৩০৪ রানে অলআউট হয়ে ২১৮ রানে পিছিয়ে আছে সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসেও জিম্বাবুয়েকে দ্রুত অলআউট করে সিরিজে সমতায় ফিরতে ওই তাইজুলেই তাকিয়ে থাকবে স্বাগতিক শিবির তা আর বলার অপেক্ষা রাখে না।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply