অবরুদ্ধ গাজা উপত্যকার কয়েকটি স্থানে ইহুদিবাদী ইসরাইলের বিমান ও ট্যাংক হামলায় আরো তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ কিদরা জানান, বেইত লাহিয়া শহরের সালাতিন এলাকায় ইসরাইলের গোলাবর্ষণে খালেদ রিয়াদ আহমাদ আল-সুলতান নামে ২৬ বছর বয়সী এক তরুণ শহীদ হন। এ হামলায় আরো কয়েকজন আহত হয়েছেন।
ইসরাইলি হামলায় শহীদ এক ফিলিস্তিনি
এছাড়া, গাজার আজ-যয়তুন এলাকায় ইহুদিবাদীদের হামলায় ২০ বছর বয়সী মুসাব হুস নামে আরেক তরুন শহীদ ও তিনজন আহত হয়েছেন। অন্যদিকে, গাজার উত্তরে ইসরাইলের বিমান হামলায় ২৯ বছর বয়সী খালেদ আকরাম ইউসুফ নামে আরেক তরুণ শহীদ হয়েছেন।
গতকাল শেষ বেলায় গাজার সুজাইয়া এলাকার একটি আবাসিক ভবনে ইসরাইলি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তবে এ হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কার নয়। বেইত লাহিয়ার আল-বারকাহ এলাকায়ও ইসরাইলি বাহিনী বিমান হামলা চালিয়েছে।
এদিকে, মিশরের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির প্রস্তাকে রাজি হয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও কয়েকটি সংগঠন। এসব সংগঠন বলেছে, যতক্ষণ পর্যন্ত ইসরাইল যুদ্ধবিরতি মেনে চলবে ততক্ষণ পর্যন্ত তারাও তা মেনে চলবে।#
No comments: