ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নিয়ন্ত্রণাধীন আল-আকসা টিভি ভবন ধ্বংস করে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গাজা উপত্যকায় হামাসের কয়েকজন সদস্যকে ইহুদিবাদী সেনারা হত্যার পর যখন সংঘর্ষ বেড়ে গেছে তখন হামাসের টিভি ভবন ধ্বংস করল তেল আবিব। চলমান সহিংসতার জন্য আন্তর্জাতিক সমাজ ইসরাইলকে দায়ী করছে।
হামলার আগে ইসরাইল ওই ভবন থেকে লোকজনকে সরে যাওয়ার কথা বললে স্থানীয় বহু মানুষ এলাকা ছেড়ে চলে যায়। টিভি ভবন ধ্বংস হওয়ার পর হামাস বলেছে, শিগগিরি আবার আল-আকসা টিভির সম্প্রচার শুরু হবে।
ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি গাজা উপত্যকায় যে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তার অংশ হিসেবে টিভি ভবনটি ধ্বংস করা হলো। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় হামাসের একজন কমান্ডারসহ অন্তত ১০ জন শহীদ হয়েছেন।
কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা
ইসরাইলের হামলার জবাবে হামাস এ পর্যন্ত প্রায় ৪০০ রকেট, মর্টারের গোলা এবং ট্যাংক-বিধ্বংসী অন্তত একটি গাইডেড ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইসরাইলের সামরিক অবস্থান লক্ষ্য করেও এসব রকেট হামলা চালানো হয়।
হামাসের একজন মুখপাত্র বলেছেন, ইসরাইলের গভীরে হামলা চালানোর বিষয়ে হামাসের সামরিক শাখা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। মুখপাত্র আবু উবায়দা বলেন, “লাখ লাখ ইহুদিবাদীর বসতি আশকেলন আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসতে পারে।” কাসসাম ব্রিগেড জানিয়েছে, আজ সকালের দিকে আশকেলনে চালানো রকেট হামলায় দুইজন ইসরাইলি নিহত ও ১৯ জন আহত হয়েছে।#
No comments: