ব্রেক্সিট: খসড়া চুক্তিতে সম্মত যুক্তরাজ্য-ইইউ
টানা কয়েক মাসের আলাপ-আলোচনার পর ব্রেক্সিট চুক্তির একটি খসড়ায় সম্মত হয়েছে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা।
ব্রিটিশ ক্যাবিনেটের একটি সূত্র বিবিসি’কে জানিয়েছে, সপ্তাহ জুড়ে খসড়া নিয়ে ব্যাপক আলোচনা শেষে কারিগরি পর্যায়ে দুই পক্ষের কর্মকর্তারা একমত হয়েছেন।
খসড়ার ব্যাপারে ক্যাবিনেটের সমর্থন চাইতে বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় বিশেষ বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।
এর আগে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী ক্যাবিনেটের প্রত্যেক সদস্যের
ব্রেক্সিট চুক্তির খসড়ায় যুক্তরাজ্য-ইইউ একমত হয়েছে – এ খবরে ইতোমধ্যেই ডলার ও ইউরোর বিপরীতে পাউন্ডের মূল্যমান বেড়েছে বলে জানিয়েছে বিবিসি। যদিও বিশ্লেষকদের মতে, যেহেতু পার্লামেন্ট ও ক্যাবিনেট এখনো এই খসড়ায় অনুমোদন দেননি, সেহেতু মুদ্রার দামের এই ঊর্ধ্বগতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে।ব্রেক্সিট আলোচনা-ইইউ-যুক্তরাজ্য-খসড়া চুক্তি
অবশ্য ব্রেক্সিট ইস্যুতে বোরিস জনসন এবং জেকব রিজ-মগের মতো পদত্যাগ করা মন্ত্রীরা ইতোমধ্যেই খসড়া চুক্তির সমালোচনা করে বলেছেন, খসড়া মানতে গেলে যুক্তরাজ্য ইইউ’র নিয়ন্ত্রণে থাকবে।
ব্রেক্সিট বিরোধীরা চুক্তির খসড়া প্রত্যাখ্যান করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
যুক্তরাজ্য এবং ইইউ মিলে নভেম্বরের শেষ নাগাদ একটি বিশেষ সম্মেলনের আয়োজন করবে বলে ধারণা করা হচ্ছে।
No comments: