ইউরোপের নিরাপত্তা বিপন্ন করছে আমেরিকা: রাশিয়ার হুঁশিয়ারি
ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির চিজোভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউরোপে নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে এই মহাদেশের নিরাপত্তা বিপন্ন করতে চায় আমেরিকা।
তিনি মঙ্গলবার দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমেরিকা যদি ইউরোপে নিজের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার সিদ্ধান্ত নেয় তাহলে ইউরোপীয় দেশগুলোর অভ্যন্তর
চিঝোভ বলেন, ১৯৮৭ সালে আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তিতে ইউরোপীয় দেশগুলোই বেশি লাভবান হচ্ছে। কাজেই এই চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে গেলে ইউরোপের মারাত্মক ক্ষতি হবে।
মার্কিন সরকার গতমাসের শেষ দিকে ঘোষণা করেছে, দেশটি মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া এই চুক্তি লঙ্ঘন করেছে বলে ওয়াশিংটন অভিযোগ করলেও মস্কো সে অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।#
No comments: