নানা সময়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই চলছে বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ। তবে, যোগাযোগসহ সব ধরনের অবকাঠামো উন্নয়নে আরও অনেক বেশি বিনিয়োগ করতে হবে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অ্যামেরিকান চেম্বার অব কমার্স-অ্যামচ্যাম আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। এসময়, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, গেল কয়েক বছরের রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ, বাংলাদেশের উন্নয়নে অনেক বড় ভূমিকা রেখেছে। আলোচকরা বলেন, ভৌগলিক দিক বিবেচনায় বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ অঞ্চলে হলেও দেশের জিডিপির ধারাবাহিক প্রবৃদ্ধি এই অঞ্চলের জন্য উদাহরণ। এ সময়, বিনিয়োগের পরিবেশ বজায় রাখতে সব ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান বিনিয়োগ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম।
No comments: