আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আফ্রিদি। তবে, খেলে যাচ্ছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেট। পারফরম্যান্স যাই হোক, বুমবুম আফ্রিদি এখনও যে কোনো ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ। যেকোনো ফ্রাঞ্চাইজি তাকে পেতে চায়।
সেই বুমবুমকে কি না ছেড়ে দিলো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল করাচি কিংস। ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে পিএসএলের প্লেয়ার ড্রাফট। তার আগেই পিএসএল কর্তৃপক্ষ ৬টি ফ্রাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছে, গত বছরের স্কোয়াড থেকে সর্বোচ্চ ১০ জন করে খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। বাকিদের ছেড়ে দিতে হবে।
সে নির্দেশ পেয়েই প্রতিটি দল তাদের পছন্দের ক্রিকেটারদের ধরে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে। গত মৌসুমে শহিদ আফ্রিদি খেলেছেন করাচি কিংসে। আগের দুই মৌসুমে আফ্রিদি ছিলেন পেশোয়ার জালমিতে। গত মৌসুমে আসেন করাচীতে। কিন্তু এক মৌসুম খেলার পরই তাকে ছেড়ে দিলো পিএসএলের অন্যতম সেরা দলটি।
২০ নভেম্বর অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৬০০ ক্রিকেটারের নাম তোলা হবে। সেখান থেকে প্রতিটি ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ ১৬ জনের দল গঠন করতে পারবে। এর মধ্যে আবার প্লাটিনাম ক্যাটাগরির সর্বোচ্চ ৩ জন, ডায়মন্ড ক্যাটাগরির ৩ জন, গোল্ড ক্যাটাগরির ৩ জন, ৫ জন সিলভার ক্যাটাগরির এবং ২জন করে নিতে হবে উদীয়মান ক্যাটাগরি থেকে।
পিএসএলের প্রথম মৌসুমে মিসবাহ-উল হকের নেতৃত্বেই শিরোপা জিতেছিল ইসলামাবাদ ইউনাইটেড। এবার সেই দলটিই ছেড়ে দিয়েছে মিসবাহকে। ছেড়ে দিয়েছে তারা আন্দ্রে রাসেল, স্যামুয়েল বদ্রি, আলেক্স হেলসের মত ক্রিকেটারদের।
করাচি কিংস আফ্রিদির সঙ্গে মিচেল জনসন, লুক রাইটের মত ক্রিকেটারদের ছেড়ে দিয়েছে। বাংলাদেশের চার ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মোস্তাফিজুর রহমানকেও ছেড়ে দিয়েছে তাদের ফ্রাঞ্চাইজিগুলো।
No comments: