গাজা উপত্যকায় সহিংসতা ছড়িয়ে পড়া নিয়ে আলোচনা করতে মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। তবে এ সংকট কিভাবে মোকাবেলা যাবে সে ব্যাপারে কোন সমঝোতা হয়নি। কূটনীতিকরা একথা জানান। খবর এএফপি’র।
গাজায় ভয়াবহ সংঘর্ষের পর নিরাপত্তা পরিষদে আরব অঞ্চলের প্রতিনিধিত্ব করা দেশ কুয়েত ও বলিভিয়ার অনুরোধে এ বৈঠক হয়। হামাস ও ইসরাইলের মধ্যে ২০১৪ সালের যুদ্ধের পর তাদের মধ্যে এটি ছিল সবচেয়ে ব্যাপক সংঘর্ষ।
৫০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিন দূত রিয়াদ মনসুর বলেন, সহিংসতা বন্ধে পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদ ব্যর্থ এবং এটি একটি ‘অথর্ব’ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে মনসুর সাংবাদিকদের বলেন, ‘একক দেশ এমনটা ধরে নিয়ে নিরাপত্তা পরিষদে তা আলোচনা করার সুযোগ নেই।’ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রের অবস্থান সরাসরি ইসরাইলের পক্ষে।
বৈঠকের পর পরিষদের পক্ষ থেকে এ সংকট প্রশ্নে কোন বিবৃতি দেয়া হয়নি।
No comments: