আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে গ্রেনেড বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় শিশু ও কয়েকজন নারী রয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ। পার্লামেন্ট নির্বাচনের পরদিন রোববার প্রদেশটির আচিন জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাস্তার পাশে পেতে রাখা একটি গ্রেনেড বিস্ফোরণে এই নিহতের ঘটনা ঘটে। তবে এখনও কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। আগের দিন পার্লামেন্ট নির্বাচনের দিন জঙ্গিগোষ্ঠীর হামলায় দেশটির বিভিন্ন স্থানে ৩৬ জন নিহত হন। আহত হন কমপক্ষে দুই শতাধিক।
আফগানিস্তানে গ্রেনেড বিস্ফোরণে নিহত ১১
Tag: world
No comments: