ইউএসএআইডি’র অর্থায়নে পরিচালিত রিজিওনাল টিবি রেফারেন্স ল্যাবরেটরিটি (আরটিএল) সিলেটের বক্ষব্যাধি হাসপাতালকে হস্তান্তর করা হয়েছে। গেল বৃহস্পতিবার (১৮) অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের উপস্থিতিতে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এটি হস্তান্তর করা হয়।
অর্থমন্ত্রী প্রথমে বিএসএল-৩ নামক ল্যাবটির নামফলক উন্মোচন করেন। পরবর্তীতে শহরের পূর্ব দরগা গেটে অবস্থিত স্টার প্যাসিফিক হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পরীক্ষাগারটির হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে গবেষণাগারটির প্রযুক্তিগত বিষয়গুলো সকলের সামনে তুলে ধরা হয়।
বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে অবদান রাখার জন্য অর্থমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউএসএআইডি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সাধুবাদ জানান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, এমবিডিসি ও লাইন ডাইরেক্টর টিবি-লেপ্রসি এন্ড এএসপি’র পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ শামিউল ইসলাম, জাতিসংঘে বাংলাদেশের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি ডঃ এ কে আবদুল মোমেন, বিএমএ’র সাবেক মহাসচিব ডা: মো: ইহতেশামুল হক চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, সর্বোচ্চ সুবিধা সম্পন্ন বায়োসেফটি-৩ স্তরের এ পরীক্ষাগারটি একটি শিপিং কন্টেইনারের ভেতর নির্মাণ করা হয়েছে। এটি সম্পূর্ণ নির্ভুলভাবে যক্ষ্মা রোগ নির্ণয়ে সক্ষম। অত্যাধুনিক ডায়াগনস্টিক টেকনোলজি সম্পন্ন এ ল্যাবরেটরি যক্ষ্মা প্রতিরোধকারী ঔষধের পরীক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখবে। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের অধিবাসীদের দ্রুত ও মানসম্মত সেবা প্রদান করবে এই ল্যাবরেটরি। এটি জাতীয় ঔষধ প্রতিরোধকারী যক্ষ্মা বিষয়ক জরিপ, গবেষণা এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনায় একটি কেন্দ্রীয় গবেষণাগার হিসেবেও কাজ করবে।
উল্লেখ্য, ১৯৭১ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার ইউএসএআইডি’র মাধ্যমে বাংলাদেশকে ৭০০ কোটি ডলারেরও বেশি উন্নয়ন সহায়তা প্রদান করেছে। ২০১৭ সালে ইউএসএআইডি বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে প্রায় ২১ কোটি ডলার প্রদান করেছে।
সিলেট বক্ষব্যাধি হাসপাতালকে হস্তান্তর করা হলো আরটিএল
Tag: Zilla News
No comments: