আইএনএফ চুক্তিতে সই করছেন প্রেসিডেন্ট রিগ্যান (বামে) ও গর্বাচেভ
রাশিয়া বলেছে, ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে একতরফা বেরিয়ে গিয়ে আমেরিকা বিশ্বের একমাত্র পরাশক্তি হওয়ার যে স্বপ্ন দেখছে তা কখনো পূরণ হবে না।
গতকাল (শনিবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি বা আইএনএফ চুক্তি থেকে আমেরিকা বের হয়ে যাচ্ছে। চুক্তি থেকে বের হওয়ার ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, রাশিয়া আগে থেকেই এই চুক্তি লঙ্ঘন করে আসছে। একই দিন রাশিয়া বলেছে, ভিন্ন কোনো দূরভিসন্ধি নিয়ে আমেরিকা চুক্তি থেকে বের হয়ে যাচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তিকে বলেছে, “এ চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে এককেন্দ্রিক বিশ্ব গড়ার স্বপ্ন। কিন্তু তা কী বাস্তবে রূপ লাভ করবে? না।”
রাশিয়ার সঙ্গে সই হওয়া পরমাণু চুক্তি থেকে বের হয়ে গেছেন ট্রাম্প
ওই কর্মকর্তা বলেন, পরমাণু চুক্তি নস্যাৎ করার বিষয়ে বহুবার রাশিয়া মার্কিন উদ্যোগের প্রকাশ্যে নিন্দা করেছে। বহু বছর ধরে আমেরিকা ধীরে ধীরে এই চুক্তির ভিত্তি বানচাল করার চেষ্টা করে আসছে। ১৯৮৬ সালে রুশ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ এবং মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মধ্যে এ চুক্তি হয়েছিল। এ চুক্তির আতওায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মধ্যম পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়
আমেরিকার এককেন্দ্রিক বিশ্বের স্বপ্ন পূরণ হবে না: রাশিয়া
Tag: world
No comments: