ইয়েমেনি সংসদ
ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য দেশটির জাতীয় সংসদ গতকাল (শনিবার) এক চিঠিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।
ইয়েমেনের বার্তা সংস্থা সাবা’র খবর অনুসারে- নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে ২১৪০ এবং ২২১৬ নম্বর প্রস্তাবের আওতায় ইয়েমেনি জাতির বিরুদ্ধে ২০১৪ ও ২০১৬ সালে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)
চিঠিতে ইয়েমেনি সংসদের স্পিকার ইয়াহিয়া আলী আল-রায়ি বলেন, তিনি আশা করছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ইয়েমেনি রাষ্ট্রদূত আহমাদ আলী আবদুল্লাহ সালেহসহ ইয়েমেনের নাগরিকদের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। তিনি বলেন, আলী আবদুল্লাহ সালেহ একজন কূটনীতিক, দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ভূমিকা নেই; তিনি ইয়েমেনের আইন কিংবা আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করেন নি।
অন্য এক চিঠিতে ইয়েমেনি স্পিকার লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহর প্রশংসা করেছেন। ইয়েমেন ইস্যুতে হিজবুল্লাহর অবস্থানের কারণে তিনি এ প্রশংসা করেন।
নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন: ইয়েমেনি সংসদ
Tag: world
No comments: