জ্বালানি তেলের ওপর থেকে শুল্ক কমানোর দাবিতে আজ ভোর থেকে বন্ধ রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লির চার শতাধিক পেট্রোল পাম্প।
শুল্ক কমানোর দাবি রাজ্য সরকার প্রত্যাখ্যান করায় এ আন্দোলনের ডাক দেয় দিল্লি পেট্রোল ডিলারস অ্যাসোসিয়েশন। তবে, বিজেপির উস্কানিতেই অবরোধ ডাকা হয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নিজস্ব দাবি-দাওয়া জানিয়ে গত ১০ অক্টোবর এ অবরোধের ঘোষণা দেয়া হয়। আপাতত ২৩ ঘণ্টা এ অবরোধ চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। অবরোধের সময় গ্রাহকদের পার্শ্ববর্তী উত্তর প্রদেশ রাজ্য এবং হরিয়ানা থেকে তেল সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
শুল্ক কমানোর দাবিতে নয়াদিল্লিতে ৪০০ পেট্রোল পাম্প বন্ধ
Tag: world
No comments: