হেটমায়ারের দুরন্ত শতরান, প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৩২২/৮
গুয়াহাটি: টেস্ট সিরিজে লজ্জাজনক হারের পর একদিনের সিরিজের শুরুটা দুর্দান্ত করল ওয়েস্ট ইন্ডিজ। আজ প্রথম একদিনের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩২২ রান করল ক্যারিবিয়ানরা। ৭৮ বলে ১০৬ রানের ঝোড়ো ইনিংস খেললেন শিমরন হেটমায়ার। তাঁর এই ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ৬টি বাউন্ডারি। ওপেনার কিয়েরন পাওয়েল করেন ৫১ রান। ভারতের হয়ে যুজবেন্দ্র চাহল তিনটি এবং মহম্মদ শামি ও রবীন্দ্র জাডেজা দু’টি করে উইকেট নেন। খলিল আহমেদ একটি উইকেট নেন।
টেস্ট সিরিজে ভারতের বোলাররা ভাল পারফরম্যান্স দেখালেও, আজ তাঁরা জ্বলে উঠতে পারলেন না। উল্টে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের দাপট দেখা গেল। এবার ভারতীয় ব্যাটসম্যানদের পরীক্ষা। দলকে জয় এনে দিতে হলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে।
হেটমায়ারের দুরন্ত শতরান, প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ৩২২/৮
Tag: games
No comments: