খাশোগি হত্যার বিষয়ে সত্য প্রকাশ করবেন এর্দোগান
এর্দোগান
এর্দোগান
সৌদি আরবের সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিষয়ে সব সত্য প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান। এ ক্ষেত্রে কোনো ধরণের রাখঢাক করা হবে না বলে তিনি জানিয়েছেন।
গতকাল (রোববার) এর্দোগান বলেছেন, আগামী মঙ্গলবার এ বিষয়ে তিনি নতুন একটি বিবৃতি দেবেন।
নিহত সৌদি সাংবাদিক জামাল খাসোগি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন। গত ২ অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর তিনি আর বেরিয়ে আস
এরপর শুক্রবার সৌদি আরব স্বীকার করেছে, কনস্যুলেটের ভেতরেই নিহত হয়েছেন খাশোগি। হাতাহাতির ঘটনায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়। তারা বলেছে,কনস্যুলেট ভবনের ভেতরে খাসোগির সঙ্গে যারা সাক্ষাৎ করেছিলেন, তাদের সঙ্গে তার মারামারি শুরু হয়। আর তা শেষ হয় খাসোগির মৃত্যুর মাধ্যমে। মরদেহ কোথায় রয়েছে তা এখনও জানায় নি রিয়াদ। কিন্তু সৌদির এ বক্তব্যও বিশ্বাস করতে পারছেন না অনেকেই।
গতকাল ইস্তাম্বুলে দেয়া এক ভাষণে তুর্কি প্রেসিডেন্ট এর্দোগান বলেন,আগামী মঙ্গলবার দলীয় বৈঠকে তিনি এ বিষয়ে ‘খোলামেলা’ সত্য প্রকাশ করবেন।
এর্দোগান বলেন, কেন সেই ১৫ জন ইস্তাম্বুলে এসেছিলেন, কেন ১৮ জনকে আটক করা হয়েছে। সৌদির পক্ষ থেকে এসব বিষয়ে বিস্তারিত আমাদের বলতে হবে। হত্যার কথা স্বীকার করার পর এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সৌদি আরব।#
No comments: