সৌদি আরবের সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের বিষয়ে সব সত্য প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। রোববার ইস্তাম্বুলে দেওয়া এক ভাষণে এরদোগান এ কথা বলেন।
এরদোগান জানান, তিনি আগামী মঙ্গলবার খাশোগির হত্যাকাণ্ডের বিষয়ে নতুন একটি বিবৃতি দেবেন।
নিহত সৌদি সাংবাদিক জামাল খাসোগি মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে নিয়মিত কলাম লিখতেন।
গত ২ অক্টোবরে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর তিনি আর বেরিয়ে আসেননি। সৌদি আরব প্রথমে দাবি করেছিল, খাশোগি কাজ শেষে কনস্যুলেট থেকে বের হয়ে গেছেন।
এরপর শুক্রবার সৌদি আরব স্বীকার করেছে, কনস্যুলেটের ভেতরেই নিহত হয়েছেন খাশোগি। হাতাহাতির ঘটনায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়। হত্যার কথা স্বীকার করার পর এ ঘটনায় ১৮ জনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে সৌদি আরব।
তারা বলেছে,কনস্যুলেট ভবনের ভেতরে খাসোগির সঙ্গে যারা সাক্ষাৎ করেছিলেন, তাদের সঙ্গে তার মারামারি শুরু হয়। আর তা শেষ হয় খাসোগির মৃত্যুর মাধ্যমে। মরদেহ কোথায় রয়েছে তা এখনও জানায়নি রিয়াদ। কিন্তু সৌদির এ বক্তব্যও নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
এ সময় এরদোগান প্রশ্ন তোলেন, কেন সেই ১৫ জন ইস্তাম্বুলে এসেছিলেন? কেন ১৮ জনকে আটক করা হয়েছে? এরপর তিনি সৌদির পক্ষ থেকে এসব প্রশ্নের বিস্তারিত উত্তর চেয়েছেন।
খাশোগি বিষয়ে সত্য বলার প্রতিশ্রুতি এরদোগানের
Tag: world
No comments: