অমৃতসর ট্রেন দুর্ঘটনা : শোকে মুহ্যমান বলিউড!
রক্তে ভেসে গেছে ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর। রেললাইনের ওপর এবং পাশে দাঁড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের ‘দশেরা’ বা ‘রাবণ দহন’ উৎসবে জড়ো হয়েছিল অসংখ্য মানুষ। আর সেই সময় ভিড়ের ওপর দিয়ে দ্রত গতিতে চলে যায় ট্রেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে অমৃতসরের চৌরা বাজারের জোড়া ফটক এলাকায়। দুর্ঘটনায় কমপক্ষে ৫৮ জন মারা গেছে এবং আহত হয়েছে ৭২ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
দশেরা উপলক্ষে ওই দিন সন্ধ্যায় রেললাইনের পাশে দাঁড়িয়ে রাবণ দহন দেখছিল প্রায় ৫০০ থেকে ৭০০ মানুষ, যার মধ্যে ছিল নারী ও শিশুও। রাবণ পোড়ানোর সময় প্রতীকী রাবণে
ট্রেনের চালক হর্ন বাজালেও বাজি আর বাজনার শব্দে অনেকেই তা শুনতে পায়নি। ভিড়ের মধ্যে বহু মানুষ রাবণ পোড়ানোর ছবি ও ভিডিও নিজেদের মোবাইল ফোনে তুলতে ব্যস্ত ছিল। তার ওপর দুদিকের লাইন থেকে একসঙ্গে দুটি ট্রেন দ্রুতগতিতে আসায় কোনো দিকেই সরতে পারেনি উপস্থিত জনতা। ফলে মুহূর্তের মধ্যে মৃত্যু হয় অনেকের।
এ দুর্ঘটনা ও হতাহতে শোক নেমে এসেছে বি-টাউনে। বলিউড তারকারা শোক জানিয়ে বলেছেন, জনসমাগম হয় এমন স্থানে নিরাপত্তা জোরদার করা জরুরি।
অনিল কাপুর, অজয় দেবগন, কপিল শর্মা, ফারহান আখতার, তাপসী পান্নু, স্বরা ভাস্কর, আলিয়া ভাট, ডায়ানা পেন্টি, অদিতি সিং শর্মা, হুমা কোরেশি, হর্ষদীপ কৌর, দিব্যা দত্ত, রণদীপ হুদা, গুরমিত চৌধুরী, মুদাশ্বর আজিজসহ অনেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
টুইটারে বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর লিখেছেন, ‘ট্র্যাজিক এ দুর্ঘটনা যদি এড়িয়ে যাওয়া যেত। নিহতদের পরিবারের প্রতি আমার সহানুভূতি ও প্রার্থনা, কামনা করি আহতরা দ্রুতই সেরে উঠবে। #অমৃতসর।’
অজয় দেবগন লিখেছেন, ‘অমৃতসরের ট্রেন ট্র্যাজেডির খবরে মর্মাহত। স্বজনহারা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
ফারহান আখতার লিখেছেন, ‘অমৃতসরে প্রাণহানির কথা শুনে কষ্ট পেয়েছি। জনসাধারণের চলাচলের স্থানগুলোর নিরাপত্তা বিধানে আরো আন্তরিক হওয়া জরুরি। এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সব পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’
স্বরা ভাস্কর লিখেছেন, ‘অমৃতসরের ভুক্তভোগী ও তাদের পরিবারের প্রতি সমবেদনা ও প্রার্থনা। এটা খুব ট্র্যাজিক! উৎসবের দিনে বিধ্বংসী খবর #অমৃতসর ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা।’
সংবাদমাধ্যম এনডিটিভির একটি সংবাদ শেয়ার দিয়ে তাপসী পান্নু লিখেছেন, ‘এটা বেদনাদায়ক... সবকিছু... এটা ২০১৮... সত্যিই’...
আলিয়া ভাট লিখেছেন, ‘অমৃতসর ট্রেন দুর্ঘটনা হৃদয় ভেঙে দিয়েছে। এটা ভয়াবহ ঘটনা। নিরাপত্তা ও সতর্কতার প্রতি আমাদের চরম উদাস দৃষ্টির উদাহরণ এটি। সবার জন্য প্রার্থনা।’
মুদাশ্বর আজিজ লিখেছেন, ‘আমার শহর অমৃতসরে যা ঘটেছে, তার জন্য শোকাহত। এ ভয়াবহ দুর্ঘটনায় যেসব নিষ্পাপ মানুষ প্রাণ হারিয়েছে, তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি সেখানে জন্মাইনি, কিন্তু আমার সব সিনেমার কর্মভূমি। ব্যক্তিগতভাবে আমি বিধ্বস্ত।’
এ ছাড়া নীলা মাধব পান্ডা, কুবরা সৈত, রাহুল দেব, আদনান সামি, অশোক পণ্ডিত, রোনিত বোস রায়, শেখর কাপুরসহ অনেকেই অমৃতসর ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সূত্র : ডিএনএ
No comments: