চাঁদপুরে হাজীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশায় থাকা বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
সোমাবার ভোরে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের বাকিলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহারাস্তি উপজেলার উয়ারুক গ্রামের পাটোয়ারি বাড়ির এলেন (৪৮), ছেলে এমরান (২৫) ও সুরসই গ্রামের আবু সুফিয়ান (৩৫)।
হাজীগঞ্জে থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন উয়ারুক থেকে চাঁদপুর যাচ্ছিলেন। এ সময় হঠাৎ চাঁদপুরের দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলেসহ তিনজন নিহত হন।
চালকসহ দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি বলে জানান ওসি
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩
Tag: others Zilla News
No comments: